করোনায় মৃত ব্যক্তির সৎকার করল পুলিশ

0
করোনায় মৃত ব্যক্তির সৎকার করল পুলিশ

গ্রামবাসীর কেউ এগিয়ে না আসায় ফরিদপুরে করোনায় মৃত্যু হওয়া এক ব্যক্তির সৎকার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসের হাট শ্মশানঘাটে মরদেহটি দাহ করা হয়।

করোনা শনাক্ত হয়ে মৃত ওই ব্যক্তির নাম বিপ্লব কুমার সাহা (৫৫)। তিনি মাচ্চর ইউনিয়নের কোরপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন মুদি ব্যবসায়ী। করোনায় আক্রান্ত হয়ে তিনি ঢাকায় মারা যায়। তার শেষ ইচ্ছা ছিল বাড়ির পাশের খোলা জায়গায় তাকে দাহ করা হোক।

মৃতের সর্বশেষ ইচ্ছা অনুযায়ী বাড়ির পাশে খোলা জায়গায় তার দাহকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।

ফরিদপুর সদরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রনি তরফদার বলেন, মৃত বিপ্লব দুই মেয়ের বাবা। তার কোনো ছেলে নেই। সৎকারের জন্য কোনো গ্রামবাসী এগিয়ে আসেনি। তারা এ উদ্যোগ নিতে চাইলে তাদের এ-সংক্রান্ত কোনো সুরক্ষাসামগ্রী ছিল না। ফলে বাধ্য হয়ে তারা বিষয়টি ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে জানান।

ফরিদপুর পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, এ খবর শোনার পর পুলিশের একটি দল কোরপুর গ্রামে যায়। তবে মৃতের সর্বশেষ ইচ্ছা অনুযায়ী বাড়ির পাশে খোলা জায়গায় তার দাহকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে মরদেহটি পাশের ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসের হাট শ্মশানঘাটে নিয়ে দাহকাজ সম্পন্ন করা হয়। তিনি আরো বলেন, সন্ধ্যা ৬ টার দিকে এ দাহকাজ শেষ হয়।