করোনায় সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু

0
করোনা Corona

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমিত হয়ে ২১২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ মৃত্যু। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৩২৪ জনের।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩৬ হাজার ৫৮৬ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়েছে।

দেশে এখনো পর্যন্ত কোভিড-১৯ সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা মোট ১০ লাখ ৫৪৩। মৃত্যু হয়েছে মোট ১৬ হাজার ৪ জনের। সুস্থের সংখ্যা ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন। সর্বশেষ সময়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৯ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ঢাকায় মারা গেছেন ৫৩ জন।