করোনা পরিস্থিতিতে অক্সিজেন চাহিদা মেটাতে ছুটছেন ‘চবি’ শিক্ষার্থী

0
করোনা পরিস্থিতিতে অক্সিজেন চাহিদা মেটাতে ছুটছেন 'চবি' শিক্ষার্থী

দিন দিন করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় বাড়ছে অক্সিজেনের চাহিদা। অনেক সময় বেশি টাকা দিয়েও মিলছে না দুষ্প্রাপ্য অক্সিজেন। এমন সময়ে নরসিংদী জুড়ে বিনামূ্ল্যে ঘরে ঘরে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টার্সের শিক্ষার্থী মুনাওয়ার রিয়াজ মুন্না।

১ আগস্ট থেকে দুইটি জোনের মাধ্যমে সব ইউনিয়নে অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করছেন চবি শিক্ষার্থী মুন্না ও হাসিব জামানের দুই যুবক। ‘ডু সামথিং ফাউন্ডেশন’ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আরও প্রায় ১০০ সেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে দিন-রাত, শহর-গ্রাম, সড়ক-নৌপথ সবখানেই নিরন্তর ছুটে এ উদ্যোগ চালিয়ে যাচ্ছেন তারা। এছাড়া দুর্গম চরাঞ্চলেও অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে যাচ্ছেন তারা।

এ বিষয়ে মুন্না জানান, করোনা পরিস্থিতিতে একেকটি অক্সিজেন সিলিন্ডার যেন পরিণত হয়েছে সোনার হরিণে। একজন সচেতন নাগরিক এবং মানবিক তাগেদেজীবনের ঝুঁকি থাকলেও ‘ডু সামথিং ফাউন্ডেশনের’ হয়ে নরসিংদীর অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি। তবে অক্সিজেন পাওয়ার পর মানুষের মুখে স্বস্তির হাসি দেখে সব কষ্ট মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে তাদর।

তিনি আরও জানান, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখিয়ে নরসিংদীর যে কেউই নিতে পারবেন এ সেবা।