করোনা পরীক্ষা করে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে বশেমুরবিপ্রবি

0
বশেমুরবিপ্রবি

গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আটকে পড়া শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে বিশেষ বাস সার্ভিস চালু করা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আগামী রবিবার ক্যাম্পাস থেকে ৫টি রুটে শিক্ষার্থীদের নিয়ে বাস ছেড়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তাপস বালা স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রশাসনের উদ্যোগে ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বাড়ি যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয়। এই নমুনা পরীক্ষায় যাদের ফলাফল নেগেটিভ এসেছে, শুধু তারাই এই পরিবহন সুবিধা পাবেন। বাসে ওঠার সময় সব শিক্ষার্থীকে তাদের করোনা পরীক্ষার রিপোর্ট সঙ্গে রাখার জন্য বলা হয়েছে।

ক্যাম্পাস থেকে ১৮ জুলাই সকাল ৭টায় চারটি রুটে এবং রাত ৮ টায় একটি রুটে বাস ছেড়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের মাধ্যমে শিক্ষার্থীদের এই সেবা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান এ প্রসঙ্গে বলেন, “লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে, সে কারণে জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিসের সহযোগিতায় করোনা পরীক্ষা করানো হয়েছে। নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসের ব্যবস্থা করেছে।”