কর্ণফুলী ফিশারিঘাট এলাকায় মিললো তরুণের লাশ

0
চট্টগ্রাম Chittagong Chattogram

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফিশারিঘাট এলাকা থেকে ফাইয়াজ নুর (২১) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

ফাইয়াজ নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনির বাসিন্দা মো. নুরুল হকের ছেলে।

এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান জানান, দুপুরে নদীর ফিশারিঘাট এলাকায় এক তরুণের মরদেহ ভাসার খবর পয়ে পুলিশ সেটা উদ্ধার করে। পরে খোঁজ নিয়ে জানা যায়, তরুণের বাড়ি বায়েজিদ বোস্তামী থানা এলাকায়। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার তরুণ কয়েকদিন আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নস্থানে আত্মহত্যার ঘোষণা দিয়ে আসছিলেন। তাই প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন।