কর্পোরেট পলিটিক্স এবং ঈগল থিউরি :

0
কর্পোরেট পলিটিক্স এবং ঈগল থিউরি :

তানভীর শাহরিয়ার রিমন

ঈগলের পিঠে উঠে ঠোকর দেয়ার দু:সাহস কেবল কাকই দেখায় । অনেকটা আপনার অফিসের সেই দুষ্টু, ধূর্ত, ফাঁকিবাজ এবং পলিটিশিয়ান কোনো সহকর্মীর মতো । কাক চরিত্রের অধিকারী এইসব লোকজন আপনাকে পেছন থেকে ঠুকরানোর চেষ্টা করে, আপনার নামে মিথ্যা রটনা রটিয়ে আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করে, অথচ সামনে আসলে এমন ভাব করে যেন তারা আপনার ভীষণ অনুরাগী । আবার যেইমাত্র আপনার পেছন যায় ফের কাকের মতোই আচরণ শুরু করে । এরা এমনই, এদেরকে আপনি বদলাতে পারবেন না ! তাই এদের উপর সময় নষ্ট করবেন না । বরং ঈগল থিউরি ফলো করতে পারেন । ঈগল কে যখন কাক ঠুকরাতে থাকে পেছন থেকে তখন ঈগল কোনো রেসপন্স করেনা ।বরং আরো উপরে উড়তে শুরু করে । ঈগল যত উপরে উঠতে থাকে কাক ততই হাসফাস করতে থাকে । একসময় অক্সিজেনের অভাবে কাক ঈগলের পিঠ থেকে পড়ে যায়।কাজেই আপনার আশেপাশে যেসব কাক আছে তাদের নিয়ে ভেবে খামোখা আপনার সময় নষ্ট না করে তাদেরকে শুধু আপনার উচ্চতায় নিয়ে যান, দেখবেন তারা পালাবে । কারণ ওই উচ্চতায় তারা কখনোই টেকবেনা । ওখানে পৌঁছানোর যোগ্যতাই ওরা রাখেনা ।বই : লিডারশিপ ইন্টেলিজেন্স, পৃষ্ঠা: ৫৫-৫৬ / তানভীর শাহরিয়ার রিমন