কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

0
কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

২০০৬ বিশ্বকাপের পর কলম্বিয়াকে হারিয়ে আবার কোয়ার্টার ফাইনালে উঠলো সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাত্র দুই মিনিট নিজেদের পোস্ট আগলে রাখতে না পারলেও শেষ পর্যন্ত টাইব্রেকে ৪-৩ গোলে জিতে নেয় তারা।

৫৮ মিনিটে হ্যারি কেইন পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু খেলাটি ইনজুরি সময়ে গড়ালে কলম্বিয়ার ইয়েরে মিনা ৯৩ মিনিটে গোল করে নাটকীয়ভাবে সমতা ফেরান। এরপর খেলাটি অতিরিক্ত সময়ে গড়ালেও আর কোন গোল হয়নি।

পরে টাইব্রেকে ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বিপক্ষের একটি শট ঠেকিয়ে দিয়ে ব্যবধান ৩-৩ রাখেন। এরিক ডায়ার এসে শেষ শটটি জালে পাঠালে জিতে যায় ১৯৬৬’র বিশ্ব চ্যাম্পিয়নরা।

এরআগে কেইন পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোলটি করে চলতি বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা হিসেবে নিজেকে ধরে রাখেন। কার্লোস সানচেজ বক্সে কেইনকে ফেলে দিলে রেফারি পেনাল্টির দেন। এ নিয়ে রাশিয়া বিশ্বকাপে ছয় গোল করলেন ফরোয়ার্ডটি।

সর্বশেষ ইংলিশ কোন ফুটবলারের এতগুলো গোল করার নজির ১৯৮৬’র বিশ্বকাপে। সেবার গ্যারি লিনেকার ছয় গোল করেছিলেন।