কলারোয়ার যুবলীগ নেতা ভ্যানচালক থেকে কোটিপতি!

0
কলারোয়ার যুবলীগ নেতা ভ্যানচালক থেকে কোটিপতি

অনেক কষ্ট করেই নির্মাণ শ্রমিক বাবা বড় করে তুলেছেন তাকে। বাবার পথ ধরে তিনিও তিন চাকার ভ্যান চালিয়ে সংসার নির্বাহে সহায়তা দিয়েছেন তাকে। এখন তিনি আলিশান বাড়ির মালিক।

আছে চোরাচালানের যোগ। সরকারি জায়গার চাঁদনি দখল করে চুটিয়ে মাদকের ব্যবসা করেন। অঢেল সম্পদ আর টাকার মালিক কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের সেলিম হোসেন এখন বাবাকে খেতে দেন না। বাবা লিয়াকত সরদার রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করেন। মাঝে মধ্যে রাস্তার ধারে চট বিছিয়ে সবজি বিক্রি করতেও দেখা যায় তাকে। তিনি এখন কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। ক্ষমতা আর ধার ভারও অনেক বেশি।

সেলিম ও তার সাঙ্গপাঙ্গরা বেলেডাঙ্গা বাজারে সরকারি জমিতে তৈরি চাঁদনির একাংশ দখল করে নিয়েছেন। সেখানে একদল বখাটে ও মাদকসেবী নিয়ে দিনরাত টালমাটাল কাণ্ডকারখানা তার। ভয়ে কেউ বাধা দেন না।

বেলেডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন সম্প্রতি সেলিমকে বলেছেন ‘তুমি সরকারি চাঁদনি দখল করে আড্ডা জমিয়ে মাদক কারবার কর কেন। এটা বন্ধ কর’।

তাতেই আঁতে ঘা লেগেছে সেলিম হোসেনের। তিনি বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেনকে খুন করবেন বলে হুমকি দিয়েছেন। এরপর সোমবার সন্ধ্যায় সেলিম তার মাদকসেবী হাতুড়ি বাহিনী নিয়ে বেলেডাঙ্গা বাজারে মহড়া দিচ্ছিলেন।

খবর পেয়ে পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে। এর আগে মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন সেলিমের বিরুদ্ধে। ভ্যানচালক সেলিম হোসেন এক সময় পেশা পরিবর্তন করে বেলেডাঙ্গা বাজারে বিকুল দর্জির দোকানে কাজ নেন।

ওই দোকান থেকে কিছুদিন যেতে না যেতেই টাকা-পয়সা লুটে নিয়ে পালিয়ে যান তিনি। এরপর টানা দশ বছরেরও বেশি সময় ধরে তিনি থাকতেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা এলাকায় বোনজামাই শাহজাহানের বাড়িতে।

পরে সেখানে সেলিম হোসেন মজে যান ডলার চক্রের সঙ্গে। এখানকার একটি ডলার চক্র নিরীহ মানুষের কাছে টাকার বিনিময়ে জাল ডলার বিক্রি করে থাকে। বেশ টানা এক দশকেরও বেশি সময় ধরে জাল ডলার কারবার করে ভ্যানচালক সেলিম ফুলে ফেঁপে ওঠেন।