চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন হলেন জয়পুরহাটের আনোয়ার হোসেন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। তবে নিহত অপরজনের এখনো কোনো নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাদের ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
এছাড়া দুর্ঘটনার পর ওই কাভার্ডভ্যানটির চালক ও হেলপার উভয়েই পলাতক রয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।