মাদারীপুরের কালকিনি উপজেলায় স্বামী নাজিমুদ্দিন কাজীকে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে হত্যার দায়ে স্ত্রী রুবি বেগমকে (২৩) আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে আটকশেষে কারাগারে পাঠানো হয়। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার পূর্ব আলিপুর গ্রামের মান্নান কাজীর ছেলে নাজিমুদ্দিন কাজীর (২৫) সঙ্গে একই এলাকার কামাল সিকদারের মেয়ে রুবি বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছর বয়সী একটি ছেলে রয়েছে। কিন্তু ২১ জুন রাতে নাজিমুদ্দিন স্ট্রোক করে মারা যায় বলে এলাকায় প্রচার করে রুবি।
তড়িঘড়ি করে তার মরদেহ দাফন করা হয়। মৃত্যুর এক মাস গড়িয়ে গেলে নাজিমুদ্দিনের পরিবারের মধ্যে সন্দেহ বাড়তে থাকে যে, এটা স্বাভাবিক মৃত্যু নয়, তাকে হত্যা করা হয়েছে। শনিবার নাজিমুদ্দিনের ফুফু সামত্রবান (মতি বেগম) থানায় মামলা করার জন্য গেলে পুলিশ কোর্টে মামলা করার পরামর্শ দেন। নিহতের পরিবার রবিকবার এলাকার ইউপি চেয়ারম্যান রেহানা নেয়ামুল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দেয় অর্থাভাবে মামলা না করে। রুবিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘুমের ওষুধ খাইয়ে স্বামী হত্যার দায় স্বীকার করে।
স্বীকারোক্তির কথা ইউপি চেয়ারম্যান রেহানা নেয়ামুলের স্বামী নেয়ামুল আকন কালকিনি থানাকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবিকে গ্রেফতার করে। এ ঘটনায় কালকিনি থানায় রুবির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।