কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৫ জঙ্গি নিহত

0
কাশ্মীরে নিরাপত্তা বাহিনী

নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড়সড় জঙ্গি নাশকতার ছক বানচাল হয়ে গেল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ৫ জঙ্গি। নিহত জঙ্গিরা প্রত্যেকেই হিজবুল মুজাহিদিনের সদস্য। এর মধ্যে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকও আছে। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে রাজ্যটির সোপিয়ান জেলার জৈনপোরা এলাকার বাদিগামে। নিহত অধ্যাপকের নাম মোহম্মদ রফি ভাট। গত শুক্রবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন জানা গেছে।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এদিন ভোরে বাদিগামের ওই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপরই শুরু হয় দুই পক্ষের মধ্যে গোলাগুলির লড়াই।

জম্মু-কাশ্মীর রাজ্য পুলিশের ডিজি শেশ পল বেদ জানান, সোপিয়ান জেলার জৈনপোরার বাদিগামে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হয়েছে, ৫ জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে। বাহিনীর সদস্যরা খুব ভাল কাজ করেছেন’।

নিহত জঙ্গিদের মধ্যে হিজবুল মুজাহিদিন কমান্ডার সাদ্দাম পাদ্দেরও রয়েছে বলে খবর। যদিও পুলিশের পক্ষ থেকে তা এখনও নিশ্চিত করা হয়নি।

পুলিশ সূত্রে খবর সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত অধ্যাপক মোহম্মদ রফি ভাটের সাথে জঙ্গিদের সম্পৃক্ততার বিষয়টি গত শুক্রবার সামনে আসে এবং এরপরই তাঁর গতিবিধির ওপর নজর রাখে নিরাপত্তা বাহিনী। অবশেষে এদিন ভোরে সংঘর্ষে মৃত্যু হয় তার।

মধ্য কাশ্মীরের গান্দেরবল জেলার ছুনদিনা এলাকার বাসিন্দা রফি ভাট কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চুক্তিভিত্তিক অধ্যাপক ছিলেন। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি। ওই দিন রাতেই মা’র সাথে শেষ কথা হয় ভাটের। যদিও ভবিষ্যত পরিকল্পনার কোন কথাই মা’য়ের কাছে জানাননি ওই অধ্যাপক। পরে গতকাল সকালে ভাটের পরিবারের পক্ষ তাঁর নিখোঁজের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। অধ্যাপক নিখোঁজের বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় চত্বরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর ভাইস চ্যান্সেলর (ভিসি) ওই নিখোঁজ অধ্যাপককে খুঁজে বের করার চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়। অধ্যাপককে খুঁজে বের করতে সহায়তা করার জন্য রাজ্য পুলিশের ডিজি-কেও চিঠি দিয়ে আবেদন জানান ভিসি। যদিও রবিবার সকালেই জানা যায় নিরাপত্তা বাহিনীর ফাঁদে পড়া জঙ্গিদের মধ্যে রফি ভাটও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ভাট’কে আত্মসমর্পণ করাতে বাধ্য করার জন্য তার গ্রামের বাড়ি থেকে পরিবারের সদস্যদেরকে ডেকে আনা হয়, কিন্তু তাতেও কাজ হয়নি।