মঙ্গলবার সকাল ৯টায় কুমিল্লা বুড়িচংয়ে গলাকাটা অজ্ঞাত এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার নানুয়ার বাজারের দক্ষিণে ইন্দ্রবতী এলাকার একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানা যায়।
বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) বিনোদ দস্তিদার গনমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশসূত্রে জানা যায়, সকালে গোমতী নদীর বাঁধ সংলগ্ন ইন্দ্রবতী এলাকার বিলে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে হাত-পা বাঁধা ও গলাকাটা এ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে এসআই বিনোদ দস্তিদার বলেন,’ এটি পরিকল্পিত হত্যকাণ্ড। হাত-পা বেঁধে রগ ও গলাকেটে মৃত্যু নিশ্চিতের পর লাশটি বিলে ফেলে দিয়ে গেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় এ হত্যাকাণ্ড ঘটান হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’