কুরবানির গরু পরিবহনে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন

0
প্রযুক্তির সেবা ‍দিতে ৬ ট্রেন ও ২৫ স্টেশনে ওয়াইফাই সেবা

দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চল থেকে কুরবানির পশু ঢাকায় নিয়ে আসতে ‘ক্যাটল স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন প্রস্তুত করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। ১৭ জুলাই থেকে ট্রেন দুটি কুরবানির পশু পরিবহন শুরু করবে বলে দিন ধার্য রয়েছে। তবে এর আগে বুকিং সম্পন্ন হয়ে গেলে যেকোনো দিন ট্রেন দুটি চলাচল শুরু করতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

সম্প্রতি ট্রেন দুটি সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে রয়েছে। দুটি ট্রেনের একটি খুলনা থেকে বেলা ১টায় ছেড়ে পাবনার ঈশ্বরদী স্টেশনে হয়ে রাত ৩টায় ঢাকায় পৌঁছাবে। অপরটি একইভাবে বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ভোর পৌনে ৪টায় ঢাকায় পৌঁছাবে।

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, “করোনা মহামারীর এই সময়ে ট্রেন দুটি খামারিদের অনেক উপকারে আসবে বলে আমরা আশা করছি। ফলে ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে তাদের সর্বোচ্চ সুবিধা দিতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।”