কুষ্টিয়ায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

0
কুষ্টিয়ায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

প্রশাসন কতৃক শ্রমিক হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে কুষ্টিয়ায় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিববন ধর্মঘট চলছে।

কুষ্টিয়ায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

মঙ্গলবার ভোর ৬টা থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

কুষ্টিয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম জানান, অন্যায়ভাবে এক শ্রমিককে আটক করা হয়েছে। আটককৃত শ্রমিককে মুক্তির দাবি এবং পরিবহনের শ্রমিকদের হয়রানির প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

তিনি বলেন, প্রশাসন গত ২ মাসে বিভিন্ন পরিবহনে ছয়বার অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে। এ অভিযোগে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার না করে অন্যায়ভাবে শ্রমিকদের গ্রেপ্তার করা হয়। তাই আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এ পরিবহন ধর্মঘট চলবে।

উল্লেখ্য, ২৮ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারা ১২ মাইলে আলহাজ নামক যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সিটের নিচ থেকে হেরোইন উদ্ধার করে পাবনা র‌্যাব। এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে আলহাজ পরিবহনের সুপার ভাইজার রুবেলকে আটক করা হয়। এরই প্রতিবাদে মঙ্গলবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয় জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে