কুড়িগ্রামে চলছে বন্যা মোকাবেলার প্রস্তুতি

0
কুড়িগ্রামে চলছে বন্যা মোকাবেলার প্রস্তুতি

বন্যাপ্রবণ কুড়িগ্রামে নদীতীরের মানুষ প্রতিবছরের মত এবারও বন্যা মোকাবেলায় অগ্রীম প্রস্ততি নিতে শুরু করেছে। এবার করোনা মহামারীর মধ্যে লকডাউনের কারণে শ্রমজীবী মানুষ অর্থাভাবে থাকলেও এরই মধ্যে তাদের আবশ্যক হিসেবে এই প্রস্তুতি নিতে হচ্ছে।

বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, বহনযোগ্য চুলা তৈরি, শুকনো খাবার ও জ্বালানি সংগ্রহ করার মত কাজ নিয়ে ব্যস্ত সবাই। তবে ঘরবাড়ি মেরামতের মত ব্যয়বহুল কাজগুলো অনেকেই করতে পারছে না অভাবের তারণায়।

উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের শেখ পালানু গ্রামের আবুল হোসেন বলেন, ” কঠোর বিধিনিষেধের কারণে ঢাকায় কাজ করতে যেতে পারি নাই। ঘরবাড়ি মেরামত করানো নিয়ে চিন্তায় আছি।”

উলিপুরের হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ” কঠোর লকডাউনের কারণে মানুষ আয়-রোজগার করতে না পেরে জিনিসপত্র কিনে রাখতে পারছে না। ঘরবাড়ি ঠিক করা, কিছু অর্থ সঞ্চয়ে রাখার মত জরুরি কাজগুলো করতে পারছে না। বন্যা মোকাবিলা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবার।”

তবে জেলার ডিসি রেজাউল করিম জানিয়েছেন, বন্যা মোকাবেলার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন তারা। এছাড়া বন্যাকবলিতদের জন্য পর্যাপ্ত চাল, নগদ অর্থ উপজেলা পর্যায় বরাদ্দ আছে বলেও জানান তিনি।