কৃষককে পিটিয়ে হত্যা নেত্রকোনায়

0
হত্যা খুন murder body লাশ

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জের ধরে মতি মিয়া (৪০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

গতকাল শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের সাতপাটি গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত উমেদ আলী ফকিরের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলো- উছমান আলী (৬৫), তার ছেলে ওয়াসিম মিয়া (৩০) ও জসিম মিয়া (২৬)। তারা কৃষক মতি মিয়ার চাচা ও চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উছমান আলীর সাথে মতি মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই গতকাল সন্ধ্যায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর উছমান আলী ও তার ছেলেরা মতি মিয়ার ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে কৃষক মতি মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে  চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

এদিকে কৃষক মতি মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নেত্রকোনা মডেল থানার (ওসি) খন্দকার শাকের আহম্মদ খান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।