মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) : এ সপ্তাহে আপনি যথেষ্ট মানসিক চাপে ভুগবেন। গার্মেন্টস ব্যবসায়ী ও পোশাক ব্যবসায়ীদের সপ্তাহটি ভালো যাবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। ছোট ভাই বোনের বিদেশ থেকে দেশে আগমনের যোগ বলবান। বৈদেশীক বাণিজ্যে ভালো সংবাদ পেতে পারেন। সপ্তাহের মাঝামাঝিতে আপনার প্রতিবেশীর কোনো সঙ্কটে আপনাকে এগিয়ে যেতে হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) : এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা এ সপ্তাহে বাকিতে লেনদেন না করলেই ভালো করবেন। জাতিকাদের সঞ্চয়ের সুযোগ আসবে। প্রেমের ক্ষেত্রে সপ্তাহের শেষ দিনটি ভালো যাবে।বিয়ের ক্ষেত্রে শুভ সম্ভাবনাময়।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : সপ্তাহের শুরুতে মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক অস্থিরতা দেখা দেবে।তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্তর কারণে ব্যবসা ও পারিবারিক জীবনে কিছু জটিলতার সম্মূখীন হতে পারেন। রোগের উপশম হবে। শিশু কিশোরদের দিনটি ভালো যাবে। কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ নিতে পারেন।নিজের শরীরের যত্ন নিন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) : সপ্তাহের শুরুতে ভ্রমনে থাকার সম্ভাবনা প্রবল। হটাৎ করে ব্যবসায়ীক কাজে দূরে কোথাও যেতে হতে পারে। দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। কিন্তু সে পরিমানে আয় হবে না। ট্রাভেল এজেন্ট ও এয়ার টিকিটিং এর ব্যবসার সাথে জড়িতরা ভালো আয় করতে পারবেন। প্রবাসীদের কর্মস্থলে কোনো পরিবর্তন হতে চলেছে।
সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট) : সপ্তাহের শুরুতে কিছু পারিবারিক সমস্যার মুখোমুখি হতে পারেন।তবে সপ্তাহের শেষ দিকে এর সমাধান হয়ে যাবে। ব্যবসায়ীক লেনদেনের বকেয়া আদায়ের যোগ প্রবল। নতুন কোনো ব্যবসায়ীক যোগাযোগ হতে পারে। ভূমি ব্যবসায়ীরা নতুন কোনো ভূমি ক্রয়ের সুযোগ পেয়ে যাবেন। কারো বাগবিতণ্ডে জড়ানোটা কাজের কথা নয়। প্রেমের ক্ষেত্রে বড় ভাই বোনের সাহায্য পাবেন।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) : এই সপ্তাহে আপনার কর্মস্থলে কোনো প্রকার নতুন সুযোগ আসতে পারে। পরিশ্রমী শিক্ষার্থীদের সাফল্য লাভের যোগ আছে। প্রতিযোগীতামূলক পরীক্ষায় সাফল্য আশা করা যায়। প্রভাবশালী কোনো রাজনৈতিক নেতার সাহায্য পেতে পারেন। প্রেম ভালোবাসা থেকে দূরে অবস্থান করে কর্মে মনোযোগ দিন,ইহাই মঙ্গল।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) : সপ্তাহজুড়ে আপনি ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে মনোনিবেশ দিবেন। সপ্তাহের মাঝামাঝি কোনো প্রত্নতাত্ত্বিক স্থানে বেড়াতে যেতে পারেন।বেকারদের জন্য বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে।সদ্য বিবাহিতদের জন্য সপ্তাহটি ভালো যাবে। বৈদেশিক বাণিজ্যে আশানুরুপ আয় হতে পারে।নতুন কোনো কাজের পরিকল্পণা করতে পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর ) : এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছুটা ঝামেলাপূর্ণ। রাস্তাঘাটে কোনো প্রকার আইনি জটিলতা দেখা দেবে। অকারনে পুলিশি হয়রাণি বা মামলা মোকর্দ্দমার শিকার হতে পারেন। ঝুঁকিপূর্ণ খেলায় বিনিয়োগে কিছু লোকশান হতে পারে। পাওনাদারের টাকা পরিশোধের তাগাদা পেতে পারেন। যাত্রা পথে সাবধান হতে হবে, কোনো প্রকার ছিনতাই বা রাহাজানির শিকার হবার আশঙ্কা।সপ্তাহের শেষ দিকে নতুন করে প্রেমে পড়তে পারেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : সপ্তাহের শুরুতে ধনু রাশির জাতক জাতিকাদের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবে। বহু বছর ধরে চলতে থাকা ব্যবসায়ীক বাধার অবশান হতে পারে। ব্যবসায় কোনো নতুন সুযোগ পেয়ে যাবেন। ট্রাভেল এজেন্ট ও ম্যানপাওয়ার ব্যবসায়ীরা আজ আশানুরুপ সাফল্য পাবেন। আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। অংশীদারী ব্যবসায় চলতে থাকা বিরোধের আজ অবশান আশা করা যায়। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারী) : সপ্তাহের শেষদিকে কর্মস্থলে কোনো প্রকার উন্নতি আশা করা যায়। কাজে সহকর্মী ও অধিনস্ত কোন কর্মচারীর সাহায্য পাবেন। ব্যবসায়ীদের কর্মচারীর উপর অধিক নির্ভর করতে হবে। সপ্তাহের মাঝামাঝিতে আয় উন্নতিতে কিছু বাধা আসবে। কোনোপ্রকার অণৈতিক সম্পর্কের আহ্ববাণে সাড়া না দেওয়াই বুদ্ধিমানের কাজ। দূর্ণামের আশঙ্কা রয়েছে। শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী) : সপ্তাহের শুরুতে প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের মধ্যে চলতে থাকা ভুলবুঝাবুঝির অবশান সপ্তাহের মাঝামাঝিতে গিয়ে স্থবির হবে আশা করা যায়।সপ্তাহের শুরুতে পরিবারের কারো শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। শিল্প সাহিত্যের চর্চায় ভালো ফল পাবেন। বিদ্যার্থীদের পড়াশোনায় আরো বেশী মনযোগী হতে হবে। সপ্তাহের বিশেষদিনে এতিমখানায় কিছু অর্থ দান করতে পারেন। সন্তানের সৃজনশীল প্রতিভা আপনাকে মুগ্ধ করবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ) : এই সপ্তাহের শুরুতে আপনার পারিবারিক অবস্থা ভালো যাবে,শেষের দিকে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।সপ্তাহের মাঝামাঝিতে যানবাহন ও গৃহ আবাসন ক্রয়ের যোগ বলবান। আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে। বকেয়া বিল আদায়ে সাফল্য আসবে।সপ্তাহের বিশেষ দিনে গৃহে কোনো আত্মীয় সমাগম হতে পারে।
বিঃদ্রঃ রাশিফল শুধুমাত্র আপনার ভাগ্যের পূর্বাভাস প্রদান করবে। বাকি ৯৯% সবটাই সৃষ্টিকর্তার ইচ্ছা এবং আপনার কর্মের উপর নির্ভর করবে।সর্বোপরি আপনার দিনটি ভালো কাটুক,সুখে থাকুন এবং সাবধানে থাকুন।