রাজশাহী শহরের নিউমার্কেট এলাকার মাংস বিক্রেতা গোলাম রাব্বানি। তার দোকানের মূল্য তালিকায় প্রতি কেজি ৫৬০ টাকা লেখা থাকলেও বিক্রি করছিলেন ৫৮০ টাকা দরে। এই অভিযোগ পৌঁছায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে।
ভোক্তার অভিযোগের পেয়ে গতকাল শুক্রবার (১৬ জুলাই) ক্রেতা সেজে ওই দোকানে যান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ। এ সময় তার কাছেও একই দাম চায় মাংস বিক্রেতা গোলাম রাব্বানি। এই অপরাধে ৩ হাজার টাকা জরিমানা দিতে হয় তাকে।
এছাড়া, লক্ষ্মীপুর বাজারে রাজিব মাংসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এক হাজার টাকা, সৈকত মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই হাজার টাকা, সাহেব বাজারের এএম কনফেকশনারিকে মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় ৫ হাজার টাকা এবং রয়েল স্টোরকে মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
হাসান মারুফ জানান, নগরীর মোট ৬টি প্রতিষ্ঠানকে মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, ওজন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পণ্যের অতিরিক্ত মূল্য রাখাসহ নানা অপরাধে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এই অভিযান চলবে বলেও জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।