খুলনায় করোনা সংক্রমণ যেনো কমছেই না

0
খুলনা Khulna

খুলনা বিভাগে গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৯ জনের। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৪৭ জনের। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ সূত্র নিশ্চিত করে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সূত্র হতে আরো জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এছাড়া অন্যান্য জেলাসমূহ যেমনঃ কুষ্টিয়ায় ১০ জন, বাগেরহাটে ১জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ৪ জন, নড়াইলে ১ জন, মাগুরায় ৩ জন, ঝিনাইদহে ৪ জন, চুয়াডাঙ্গায় ৩ জন ও মেহেরপুরে ৪ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত খুলনা বিভাগের মধ্যে গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায়ে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এ বছরের মে মাস থেকে হুট করে খুলনায় করোনা সংক্রমণের হার ও মৃত্যু বাড়তে থাকে। বর্তমানে খুলনা বিভাগকে করোনার হটস্পট বলা হচ্ছে৷ জানা যায়, করোনা সংক্রমণের শুরু থেকে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৭৮ হাজার ৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৭২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৯৬২ জন।