রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটির চন্দনীমহল এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইয়াসিন মোল্যা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয়দের থেকে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইয়াসিন মোল্যাকে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে তার আত্মীয় স্বজনেরা তাকে উত্তর চন্দনীমহল গাজী পাড়া থেকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনার পর রাতেই খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ চৌধুরী, পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, ‘রাতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে এবং খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করা হবে।’