খুলে দেয়া হলো উত্তরা গণভবনসহ নাটোরের সব পর্যটনকেন্দ্র

0

সারাদেশের ন্যায় বৃহস্পতিবার থেকে খুলে দেয়া হচ্ছে নাটোরের সব পর্যটনকেন্দ্র। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উত্তরা গণভবন উন্মুক্ত ঘোষণা করেন নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ।

করোনার কারণে ঐতিহ্যবাহী এই পর্যটনকেন্দ্রটিসহ নাটোরের রাজবাড়ি, হালতি বিল, চলনবিল, রানি ভবানীর রাজবাড়ি এবং গ্রিনভ্যালি পার্কসহ সব স্থাপনা বন্ধ করে দেয়া হয়েছিল। তবে সরকার কঠোর লকডাউন শিথিল করায় স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে এসব পর্যটনকেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে।

নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ বলেন, “জনগণের বিনোদনের কথা চিন্তা করে বিনোদনকেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে দর্শনার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধির কথা মাথায় রাখতে হবে।”