খেলতে খেলতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

0
পটুয়াখালী Patuakhali

পটুয়াখালীর দশমিনায় খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়ে সোহান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় ওই শিশুটির সাথে থাকা আরেক শিশু হিরামনিকে (৮) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের চরহোসাবাদ এলাকায় কাজেম ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, সকালে হিরামনি ও সোহান মিলে এক সাথে পুকুর পাড়ে খেলছিল। এসময়ে হঠাৎ তারা দুইজনই পানিতে পড়ে যায়। শিশু দুইটি সম্পর্কে খালা-ভাগনে ছিল বলেও জানায় তাদের পরিবার।