খেলা হবে দিবস পালনের ঘোষণা মমতার

0
এনআরসির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ মমতার

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন আগামী ১৬ আগস্ট রাজ্যজুড়ে ‌‘খেলা হবে দিবস’ পালনের। প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পর্যায়ে এই দিবস পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার কলকাতায় আয়োজিত এক অনলাইন সভায় যোগ দিয়ে এই দিবস পালনের ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

গত মার্চে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনী মাঠে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ‘খেলা হবে’ স্লোগান।

পশ্চিমবঙ্গের এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে মোদি বলেছিলেন, ‘দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে, শিক্ষা হবে, উন্নয়ন হবে, হাসপাতাল হবে, স্কুল হবে। ১০ বছর ধরে খেলেছেন। এবার খেলা শেষ হবে। উন্নয়ন শুরু হবে।’ কিন্তু নির্বাচনে বিজেপির ভরাডুবি ঘটার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার সেই স্লোগানে দিবস পালনের ঘোষণা দিলেন।

মমতার ঘোষণা অনুযায়ী ১৬ আগস্ট রাজ্যজুড়ে ‘খেলা হবে দিবস’ পালন করা হবে। সাথে উক্ত দিন বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হবে বলেও জানান।