গুপ্তচরবৃত্তির ভয়ে ফোন বদল করলেন ফ্রান্স প্রেসিডেন্ট

0
ম্যাক্রোঁ

ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি করা স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে নজরদারি চালানোর ঘটনা ব্যাপকভাবে প্রচার হচ্ছে সাড়া বিশ্বজূড়ে। জানা যায়, পেগাসাস দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ফোনেও আড়িপাতা হয়েছে। আর তাই কোনো ঝুঁকিতে না গিয়েই ফোন বদল করে ফেলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

আন্তজার্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, একদিন আগেই পেগাসাসের নির্মাতা ইসরায়েলের সংস্থা এনএসও জোর দিয়ে জানিয়েছিল যে, ম্যাক্রোঁর ফোনে আড়িপাতা হয়নি। অন্যদিকে একটি ফরাসি সংবাদপত্র জানিয়েছিল, আড়িপাতার তালিকায় রয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নাম। এরপরই তিনি তার ফোন বদল করে ফেলেন।

বার্তাসংস্থা এএফপি’কে এক ফরাসি কর্মকর্তা জানান, ‘প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অনেকগুলো নাম্বার আছে। তার মানে এই নয় যে, তার ফোনে আড়িপাতা হচ্ছিল। বলতে পারেন, অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তার নাম্বার বদল’।