গণটিকা কর্মসূচীতে টিকা নিলেন এক ১০৫ বছর বয়সী বৃদ্ধা

0
গণটিকা কর্মসূচীতে টিকা নিলেন এক ১০৫ বছর বয়সী বৃদ্ধা

শনিবার (৭ আগস্ট) থেকে দেশব্যাপী একযোগে শুরু হল গণটিকাদান কার্যক্রম। এরই অংশবিশেষ নেত্রকোনার ১০ উপজেলায় এবং নেত্রকোনার পাহাড়ি সীমান্ত উপজেলা দুর্গাপুরেও ছয়টি ইউনিয়নের একটি করে ওয়ার্ডে একযোগে শুরু হয় টিকাদান কার্যক্রম। বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় দেখা যায় টিকাদান কেন্দ্রগুলোতে। এর মধ্যে সবার নজড় ছিল ১০৫ বছর বয়সী টিকা নিতে আসা এক বৃদ্ধার দিকে।

উপজেলার সদর ইউনিয়নের আগার অনির্বাণ শিক্ষা নিকেতন কেন্দ্রে আমেনা খাতুন নামের ১০৫ বছর বয়সী এই বৃদ্ধা টিকা নিয়েছেন। টিকাদান শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন।

শনিবার দুপুরে ছেলের হাত ধরে টিকা নিতে আসেন চরলেংগুড়া গ্রামের ১০৫ বছর বয়সী বৃদ্ধা আমেনা খাতুন। টিকাদান শেয় সুস্থ ও স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরে যান তিনি।
টিকাদান কেন্দ্রে সুষ্ঠ টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসারসহ টাস্কফোর্স সদস্যরা। উক্ত কেন্দ্রে আসা বৃদ্ধ ও অসুস্থ নারীদের প্রতিটি কেন্দ্রে বিশেষ ব্যবস্থা করে দেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান বলেন, কেন্দ্রে আসা বৃদ্ধ এবং অসুস্থ নারীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন টাস্কফোর্স সদস্যরা।
কেন্দ্রে আসা আদিবাসী নারী-পুরুষ সহ সকলেই বিধিনিষেধ মেনে টিকা গ্রহন করছেন।
স্বাভাবিক নিয়মেই চলছে গণটিকা কার্যক্রম।

ইউনিয়নের পাহাড়ঘেষা গ্রামগুলোর আদিবাসীদের মাঝেও টিকা গ্রহণে উৎসাহ ব্যপক লক্ষ্যণীয়। ডাহাপাড়া গ্রামের ৯০ বছর বয়সী আদিবাসী নারী মিহিন মারাকসহ আরো অনেক আদিবাসী নারী-পুরুষের টিকাদান কেন্দ্রে উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। এছাড়া উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ও দুর্গাপুর ইউনিয়নে নারী-পুরুষদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে বলেও জানান ইউএনও।