গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর বেঁচে নেই। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছেলে মাশুক আলমগীর রাজীব মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালো তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
মাশুক আলমগীর রাজীব বলেন, শুক্রবার রাত ১০টার দিকে করোনা ইউনিটের ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। এরপর রাত ১০টা ৫৬ মিনিটে তাঁর মৃত্যু ঘোষণা করা হয়।
বেশ কয়েক দিন যাবৎ জ্বর ও খুসখুসে কাশিতে ভোগার পর কোভিড-১৯ পরীক্ষা করিয়ে ফকির আলমগীরের করোনা শনাক্ত হয়। তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে গ্রিন রোডের একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা থাকায় জটিলতা বাড়ায় হাসপাতালে ভর্তির পর দুই ব্যাগ প্লাজমাও দেওয়া হয়েছিল।
কিন্তু এরপর রোববার রাত সাড়ে ১০টার দিকে তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৪৫-এ নেমে আসলে ফকির আলমগীরকে ভেন্টিলেশনে নেওয়া হয়। এরপী অক্সিজেন স্যাচুরেশন ৯০-এ উন্নীত হলেও এক সময় রক্তে ও ফুসফুসে ইনফেকশন পাওয়া যায়। এসময় রক্তচাপ খুবই নেমে যায়। আজ শুক্রবার তাঁকে নতুন অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু হয়। এক পর্যায়ে রাতে আবারও অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত জীবনের কাছে হেরে যান এই কিংবদন্তী।