গতবারের তুলনায় জেএসসিতে কুমিল্লায় পাশের হার অর্ধেক

0
গতবারের তুলনায় জেএসসিতে কুমিল্লায় পাশের হার অর্ধেক

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার জেএসসি পরীক্ষায় গড় পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ও কমেছে। এই বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৮ হাজার ৮৭৫ জন। যা গত চার বছরের তুলনায় অনেক কম।

গতবারের তুলনায় জেএসসিতে কুমিল্লায় পাশের হার অর্ধেক

জানা গেছে, এ বছর এই বোর্ডে জেএসসি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করা ১ লাখ ৬৪ হাজার ৪৫৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৮ হাজার ৮৭৫ জন।

২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ১৮৬ জন, ২০১৫ সালে জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৭৪৭ জন, ২০১৪ সালে জিপিএ-৫ পেয়েছেন ১৭ হাজার ২৬৪ জন এবং ২০১৩ সালে জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৯৫ জন।

এ ছাড়াও এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলায় জেএসসি পরীক্ষার ফলাফলেও ভরাডুবি হয়েছে। এ বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার মাত্র ৬২ দশমিক ৮৩ শতাংশ।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে