গরু কিনতে যাওয়ার পথে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

0
যশোর Jashore

আজ রবিবার (১৮ জুলাই) সকালে যশোরে গরু কিনতে যাওয়ার পথে ট্রাক, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

ভোর ৬টার দিকে শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানা যায়। এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেজেরহুদা গ্রামের মোংলা মণ্ডলের ছেলে আব্দুল আলিম (৩৫) এবং গোয়ালহুদা গ্রামের মোসলেম মোল্যার ছেলে জহুরুল ইসলাম (৫২)। আহতদের মধ্যে ২ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

নিহত জহুরুলের ভাই সিহাব বলেন, চুয়াডাঙ্গার জীবননগর থেকে একটি পিকআপে করে ১২জন ব্যাপারি গরু কেনার উদ্দেশ্যে বরিশাল যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় পৌঁছলে হঠাৎ বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এর পরপরই একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয়। ফলে ত্রিমুখী এই সংঘর্ষে দুজন নিহত এবং ৯ জন আহত হন। তাদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বর্তমানে।

জানা যায়, সংঘর্ষের খবর পেয়েই যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে যান এবং সেখান থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে দুজনের হাসপাতালে আনার আগেই মৃত্যু ঘটে। এছাড়া হাসপাতালে ভর্তি ২ জনের অবস্থাও আশঙ্কাজনক।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।