গাছের গোড়া তুলতে গিয়ে সড়কে অগ্নিকান্ড

0
গাছের গোড়া তুলতে গিয়ে সড়কে অগ্নিকান্ড

কুমিল্লা জেলার মুরাদনগর এলাকায় বট গাছের গোড়া তুলতে গিয়ে গ্যাস লাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ডে একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে যায়। এ ঘটনায় অটোরিকশাচালক এবং এক যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন।

রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক শারফুল আহসান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, যানজট নিরসনে কোম্পানীগঞ্জের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই রাব্বি বাসস্ট্যান্ড পরিদর্শন করতে আসেন। তারা চলে যাওয়ার পরপর সওজের লোকজন বাসস্ট্যান্ড এলাকায় ভেকু মেশিন দিয়ে সড়কের একপাশ পরিষ্কার করতে থাকেন। একপর্যায়ে একটি মরা বট গাছের গোড়া ওঠাতে গেলে নিচে থাকা গ্যাসের পাইপ ফেটে যায়।

এ সময় কোম্পানীগঞ্জগামী একটি অটোরিকশায় আগুন ধরে যায়। এসময় আবুল খায়ের নামে একজন যাত্রী ও অটোরিকশাচালকের শরীর পুড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।