গাজায় পরিস্থিতি কঠিন, কিন্তু কোনও মানবেতর অবস্থা তৈরি হয়নি

0
Avigdor Lieberman

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগেদর লিবারম্যান দাবি করেছেন, গাজা উপত্যকায় কোনও মানবেতর পরিস্থিতি নেই। তিনি বলেন, ‘গাজায় পরিস্থিতি কঠিন, কিন্তু কোনও মানবেতর অবস্থা তৈরি হয়নি।’ মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
Avigdor Lieberman
প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার কঠিন পরিস্থিতির জন্য হামাসকে দায়ী করেছেন তিনি। গাজায় বিদ্যুৎ ও পানির স্বল্পতা নিয়ে প্রশ্ন করলে এমনটা জানান লিবারম্যান। ফিলিস্তিনি এনজিও ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দেওয়া প্রতিবেদন উপেক্ষা করে লিবারম্যান দাবি করেন, ‘ইসরায়েলি সরকারের সমন্বয়ক মেজর জেনারেল ইয়ুভ মোরদেচাই বলতে পারবেন যে পশ্চিম তীর বা গাজা উপত্যকায় মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে কি না।’

গাজার পরিস্থিতি জটিল করে তোলার জন্য হামাসকে দায়ী করেন লিবারম্যান। তিনি বলেন, ২০১৭ সালে রকেট তৈরি ও সুড়ঙ্গ তৈরিতে ২৬ কোটি ডলার ব্যয় করেছে হামাস আর এর ১০ কোটি ডলারই এসেছে ইরানের কাছ থেকে।

কিন্তু পানি, বিদ্যুৎ কিংবা চিকিৎসার জন্য কোনও অর্থ খরচ করতে হামাস রাজি নয় বলেও দাবি করেন লিবারম্যান। তিনি বলেন, ‘অস্ত্রের জন্য জনগণকে ত্যাগ করতেও রাজি হামাস।’