সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দুর্গম আড়কান্দি চর থেকে ৩টি গাজা গাছসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নারী মাদক বিক্রেতা মাহমুদ মন্ডলের স্ত্রী হাসিনা বেগম (৪০)।
স্থানীয়রা সূত্রে জানা যায়, হাসিনা বেগম ও মাহমুদ মন্ডল যমুনা চরের চিহ্নিত মাদক বিক্রেতা দম্পতি। দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় গাজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করছিলেন তারা। গত বছর বড় ৩টি গাজার গাছ প্রায় দেড় লাখ টাকায় বিক্রি করার ঘটনা এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল।
এ প্রসঙ্গে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, শনিবার সকালের দিকে হাসিনার নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ।
অভিযানে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ৩টি ১০ ফিট উচ্চতার অপরিপক্ক গাজা গাছ উদ্ধার করা হয় মাদক নির্মুল করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান তিনি।