গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৩০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার ৭৮ দশমিক ৭০ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৮৫টি নমুনা পরীক্ষায় ৩০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ১৩৬ জন, কালীগঞ্জের ৩৮ জন, কালিয়াকৈরের ৩৭ জন, কাপাসিয়ার ৪৮ জন ও শ্রীপুরের ৪৪ জন রয়েছেন।
সিভিল সার্জন আরও বলেন, এ পর্যন্ত এ জেলায় ১ লাখ ২ হাজার ৯৬৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ হাজার ৫৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলার ১০ হাজার ৮১৮ জন, কালীগঞ্জের ১৩১৬ জন, কালিয়াকৈরের ১৮৬৩ জন, কাপাসিয়ার ১৩৩২ জন, শ্রীপুরের ২২৪১ জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৩৩২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৭৫৩ জন।