করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরে আজ রবিবার সকাল থেকে ৪টি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের করোনার প্রতিষেধক টিকাদান শুরু হয়েছে। পোশাকশ্রমিকদের দ্রুত টিকার আওতায় আনতে নিবন্ধন ছাড়া টিকা দেওয়া হচ্ছে।
কারখানাগুলো হচ্ছে কোনাবাড়ী এলাকার তুসুকা ডেনিম লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড, গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পেরো অ্যাপারেলস ও ভোগরা এলাকার রোজভ্যালি গার্মেন্টস।
গাজীপুর সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, প্রথম দিনে ৪টি কারখানার ১০ হাজার শ্রমিককে মর্ডানার টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে সব শ্রমিককে টিকার আওতায় আনা হবে। শ্রমিকদের টিকা দেয়ার জন্য কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। তবে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও কর্মস্থলের পরিচয়পত্র লাগবে।
বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, পর্যায়ক্রমে গাজীপুরের সব কারখানায় শ্রমিকদের টিকা দেওয়া হবে। ঈদের আগে যতটুকু সম্ভব দেওয়া হচ্ছে। ঈদের পরে আবার কারখানা চালু হলে টিকাদান শুরু হবে।
স্পেরো অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক মো. আবদুর রহমান বলেন, জাতীয় পরিচয়পত্র দেখালে করোনার টিকা দেওয়া হচ্ছে।
স্পেরো অ্যাপারেলস কারখানার পরিচালক কাজী শরিফুল ইসলাম রেজা বলেন, তাদের কারখানায় চার হাজার শ্রমিক আছেন। এর মধ্যে অনেকেই টিকা নিয়েছেন। যারা বাকি আছেন, তাদের টিকা দেয়া হবে। এর জন্য তিন হাজার শ্রমিকের তালিকা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নয়টি বুথ করা হয়েছে। টিকা নেওয়ার পর যাতে বিশ্রাম করতে পারেন, তার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।














