গাজীপুর মহানগরে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা দিচ্ছে আওয়ামী যুবলীগ। আজ রবিবার দুপুরে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা হিরা সরকারের উদ্যোগে নগরীর চান্দনা উচ্চবিদ্যালয় মাঠে এ সার্ভিসের উদ্বোধন আয়োজন করা হয়।
আয়োজনে যুবলীগ নেতা হিরা সরকার বলেন, হটলাইনের (০১৭১৩-৮৩০১৩০) মাধ্যমে করোনা রোগীদের বাসায় গিয়ে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা তাৎক্ষণিক পৌঁছে দেয়া হবে। ইতোমধ্যে মহানগরের ৮টি থানায় এবং ৫৭টি ওয়ার্ডে ১০০টি অক্সিজেন সিলিন্ডার মজুদ রাখা হয়েছে।
এছাড়াও মহানগরের ৮টি থানা এলাকার করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য ৮টি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। হটলাইনে ফোন করলে তাৎক্ষণিক যুবলীগের স্বেচ্ছাসেবক কর্মীবৃন্দ অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনায় আক্রান্ত রোগীর বাসায় পৌঁছে যাবে।
এ আয়োজন উপলক্ষ্যে অনুষ্ঠানে সভাপতিত্ব ও উদ্বোধন করেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা হিরা সরকার। এ সময় সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আলমগীর হোসেন, রাশেদ আলম, আরিফ হোসেন, সাইমন হোসেন, সাইফুল ইসলাম ও জুয়েল সরকার প্রমুখ।