গুহায় আটকা পড়া ১৩ থাই তরুণ ৯ দিন পর জীবিত উদ্ধার

0
গুহায় আটকা পড়া ১৩ থাই তরুণ ৯ দিন পর জীবিত উদ্ধার

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার গত ২৩ জুন থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয় ১৩ তরুণ। ১২ জনের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। তাদের কোচের বয়স ২৫ বছর।

গুহায় আটকা পড়া ১২ খুদে ফুটবলার ও তাদের কোচের হদিস মিলেছে। শুধু তাই নয়, তারা বেঁচে আছে এবং নিরাপদে আছে।থাই কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

গুহার প্রবেশমুখ ভারী বর্ষণ ও কাদার কারণে বন্ধ হয়ে গেলে ভেতরে আটকা পড়ে ১৩ তরুণ। উদ্ধার অভিযানের শুরুতেই গুহার প্রবেশমুখে ওই তরুণদের বাইসাইকেল খুঁজে পাওয়া যায়। গুহার ভেতরে পাওয়া যায় তাদের হাত ও পায়ের ছাপ।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা তাদের বের করে আনার চেষ্টা অব্যাহত রেখেছে।

এইদিকে প্রাদেশিক গভর্নর নারোংসাক ওসোত্তানাকর্ন সাংবাদিকদের বলেন, নিখোঁজ ১৩ জনকে নিরাপদ অবস্থায় খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা।

থাইল্যান্ডের নৌবাহিনীসহ চীন, ভিয়েতনাম, যুক্তরাজ্য থেকে যাওয়া ডুবুরিরাও উদ্ধার অভিযানে যোগ দেন।