নেত্রকোনার পূর্বধলায় শনিবার বিকালে খাদিজা আক্তার (২০) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি মধ্যপাড়া গ্রামের হেলাল মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ বছর আগে বুধি মধ্যপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে হেলাল মিয়া সঙ্গে পার্শ্ববর্তী বেড়াইল গ্রামের জবান আলীর মেয়ে খাদিজা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই তাদের সংসারে দাম্পত্য কলহ শুরু হয়।
গত এক সপ্তাহ আগেও দাম্পত্য কলহের কারণে খাদিজা তার বাবার বাড়িতে এসে সেখানেই অবস্থান করছিল। পরে এলাকাবাসী গ্রাম্য সালিশের মাধ্যমে তাকে তার স্বামীর বাড়িতে পাঠালে শনিবার বিকাল ৩টার দিকে নিজ ঘরের আড়ায় গলায় ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন।
পরে তার স্বামী এবং শাশুড়ি তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।














