গেম খেলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ল এক কিশোর

0
যশোর Jashore

যশোরের অভয়নগর উপজেলার মাইলপোস্ট এলাকায় যশোর-খুলনা রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার সময় মঙ্গলবার রাত ৮টার দিকে ট্রেনের ধাক্কায় মাহফুজ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া এ দুর্ঘটনায় তার সাথে থাকা তার দুলাভাই জুবায়ের হোসেনও (২১) আহত হয়েছেন।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ‘নিহত মাহফুজ ও তার দুলাভাই জুবায়ের কানে হেডফোন লাগিয়ে রেলরাইনের ওপর বসে গেম খেলছিল।

ওই সময় খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি তাদের কাছাকাছি চলে আসলেও তারা দুজনের কেউই তা টের পায়নি। ফলে মাহফুজ ট্রেনে কাটা পড়ে এবং জুবায়ের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন।’

তিনি আরো জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে রাতে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে নিহত মাহফুজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।