গ্যাস সিলিন্ডারের আগুনে ২ শিশুসহ মা দগ্ধ

0
গ্যাস সিলিন্ডারের আগুনে ২ শিশুসহ মা দগ্ধ

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের আগুনে মা ও দুই ছেলে দগ্ধ হয়েছে। নগরের খুলশি থানার গরিবউল্লাহ শাহ আবাসিক এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।গ্যাস সিলিন্ডারের আগুনে ২ শিশুসহ মা দগ্ধ

 

দগ্ধ মা তানজিয়া আক্তারের (৩৫) অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৮০ ভাগ দগ্ধ হয়েছে। দগ্ধ দুই ছেলে হলো- তানজিন আক্তার (১১) ও তাহসিন হাসান (৮)।

এই দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক এস খালেক বলছেন, আহত মায়ের অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে গ্যাস ছড়ায়। বৈদ্যুতিক বাতি জ্বালানোর সময় স্পার্ক থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে