গাইবান্ধায় শাহনাজ বেগম (৪২) নামের এক নারী আগুনে পুড়ে মারা গেছেন। শাহনাজ সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গুচ্ছগ্রামের গ্রামের মন্টু মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবৎ গুচ্ছগ্রামে বসবাসরত ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতের পর বিদ্যুতের শটসার্কিট থেকে গুচ্ছগ্রামের শাহনাজ বেগমের ঘরে আগুন ধরে যায়। খুব দ্রুত ঘরের ভেতরের থাকা মালামালেও আগুন ধরে যায়। আগুন গায়ে লাগার পর শাহনাজ বেগম ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামবাসীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন।
এরপর আহত অবস্থায় শাহনাজকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এরপর তাকে রংপুর পাঠানো হয়। রংপুর মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে ২ বান্ডিল টিন এবং ১০ হাজার নগদ টাকা প্রদান করেন।














