চট্টগ্রামে অগ্নিনির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত

0
চট্টগ্রামে অগ্নিনির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত

অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি রোধ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় চট্টগ্রামে রবিবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিনির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এ মহড়ার উদ্বোধন করার সময়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘পরীর পাহাড় তথা কোর্ট হিল এলাকায় দিনের পর দিন যত্রতত্র অপরিকল্পিত ও অনুমোদনহীন ভবন গড়ে উঠেছে। ফলে মৃদু ভূমিকম্প, পাহাড় ধস কিংবা শট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হলে তাতে ভয়াবহ সংকট দেখা দিতে পারে। এছাড়া নিকটস্থ কোনো স্থানে পানি না থাকায় এসব এলাকায় মানবিক বিপর্যয়ও নেমে আসতে পারে।’

জানা যায়, ফায়ার স্টেশনের একটি চৌকশ অগ্নিনির্বাপক দল সম্পূর্ণ মহড়াটি পরিচালনা করে। এসময়ে তারা অগ্নিনির্বাপণের বিভিন্ন কলাকৌশল, হতাহতদের উদ্ধার ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে সবাইকে নির্দেশনা দেন। এছাড়া মহড়াটি দেখতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের মানুষ জড় হন।