চট্টগ্রামে অপহৃত ১০ মাসের এক শিশুকে বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁদপুরের মতলব উত্তর থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত মো. ফরহাদ (৪০), মো. দুলাল (৩০), মো. সবুজ (২৫), হালিমা বেগম (২৬), আসমা বেগম (৩৫) ও মো. বেলাল হোসেন (৩৫) নামক ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকা থেকে ১০ মাসের শিশু মো. আকাইদ অপহৃত হলে এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা হয়। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চাঁদপুরের মতলব উত্তর থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে এবং একই সঙ্গে ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানায়, উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গ্রেফতারদের শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।