চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে হতাহতের ঘটনায় জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।
সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের আঞ্চলিক শাখা ভবনের সীমানা প্রাচীর ধসের ঘটনায় স্থানীয় সরকারের উপ-পরিচালক বদিউল আলমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়াও এই কমিটিতে সদস্য হিসেবে আছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ডিজিএম একেম শামসুদ্দিন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ও ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক।
প্রসঙ্গত, রবিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের পণ্যবাহী একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের আঞ্চলিক শাখার ভেতর থেকে সীমানা প্রাচীরে ধাক্কা দিলে প্রাচীর ধসে পথচারী ও ফুটপাতের হকারদের ওপর পড়ে। এ ঘটনায় আহত হয়ে সাতজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।