গতকাল (১১জুলাই) চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করতে গেলে তা ঠেকাতে তাদেরকে ডাকাত বলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে। এই ঘটনায় ৪ জন র্যাব সদস্য গুরুতর আহত হন।
রবিবার দুপুর ২টার দিকে বলিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত ঘটনাস্থলে র্যাবের অতিরিক্ত ফোর্স গিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।
প্রত্যক্ষদর্শী ও র্যাব সূত্র হতে জানা যায়, বলিরহাট এলাকায় প্রচুর অবৈধ কাঠ আছে, এ খবর পেয়ে র্যাব বন বিভাগসহ অভিযানে যায় ওই এলাকায়। কিন্তু অভিযান শুরুর পরপরই স্থানীয় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে প্রচার করা হতে থাকে। ডাকাত আসার খবর শুনে ৬০ থেকে ৭০ জন লোক জড়ো হয়ে অভিযানে অংশ নেওয়া র্যাবের একটি মাইক্রোবাসে ব্যাপক ভাঙচুর চালানো শুরু করে। এ হামলার ফলে চারজন র্যাব সদস্য আহত হন। ঘটনার পর অভিযানে যাওয়া র্যাব সদস্যরা ফিরে আসেন। পরে বিকেল পাঁচটার দিকে অতিরিক্ত ফোর্স নিয়ে সেখানে আবার অভিযানে যায় র্যাব।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান। তিনি বলেন, বলিরহাট এলাকায় অনেক অবৈধ কাঠ আছে, এ খবর পেয়ে বন বিভাগসহ র্যাব একটি অভিযানে পরিচালনা করতে যায়। র্যাবের নির্দিষ্ট গাড়ি ও পোশাকসহ অভিযান পরিচালনা করতে গেলেও স্থানীয় দুই ব্যক্তি ওই সময়ে ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ায় এলাকাবাসী জড়ো হয়ে র্যাব সদস্যদের উপর হামলা করেন। এতে চার র্যাব সদস্য আহত হন এবং তাদের মধ্যে একজনের মাথা ফেটে যায়। পরবর্তীতে র্যাবের অতিরিক্ত ফোর্স গিয়ে অভিযান চালিয়ে অবৈধ কাঠ উদ্ধার করে। র্যাব সদস্যদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা যায়।