আজ রবিবার সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এক বিমানযাত্রীর কাছ থেকে ১১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ স্বর্ণের বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা। মাসকাট থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক যাত্রীর ব্যাগ থেকে এই সোনা পাওয়া যায়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন মোহাম্মদ জাহেদ (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, মাসকাট থেকে আসা ওই বিমানযাত্রীর ব্যাগ তল্লাশি করে ১১৫টি সোনার বার পাওয়া যায়। এর ওজন ১৫ কেজির মতো, আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।র শাহ আমানত বিমানবন্দরে এক বিমানযাত্রীর কাছ থেকে ১১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ স্বর্ণের বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা।