ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চলতি বছরের শেষ নাগাদ ইরাক ত্যাগ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কাজ চালু রাখবে যুক্তরাষ্ট্রের সেনারা।
সোমবার বাইডেনের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রী খাদেমির হোয়াইট হাউসে এক বৈঠকের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এ বৈঠকে ইরাকে বর্তমানে আর বিদেশি যুদ্ধসেনার প্রয়োজন নেই বলে বাইডেনের কাছে উল্লেখ করেছেন ইরাকি প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, ইরাক থেকে সেনা প্রত্যাহার হলেও ইরাকের চলমান সমস্যায় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী সহযোগিতা অব্যাহত থাকবে।
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। আন্ত-সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি।
ইরাকে বর্তমানে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন সেনা অবস্থান করছে। এসব সেনা সরাসরি যুদ্ধে জড়িত না হলেও আইএস মোকাবিলায় স্থানীয় বাহিনীগুলোকে সহায়তা করছে।