চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল বারিক

0
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল বারিক

সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা (অব.) সেনাসদস্য আবদুল বারিক (৯০)।

জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

মৃত্যুর আগে তিনি পৃথিবীতে এক ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত মুক্তিযোদ্ধার একমাত্র ছেলে সেলিম আহমদ তার বাবার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঈদুল আজহার পরদিন থেকে তাঁর বাবা জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

কিন্তু স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসাসেবা নেওয়ার পরও তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। অবশেষে সোমবার সন্ধ্যায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

প্রসঙ্গত উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের প্রয়াত কৃষক মো. ইসমাঈল ভূঁইয়ার ছেলে দেশমাতৃকার টানে ৫নং সেক্টরের সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট ৪নং সাব সেক্টরে একাত্তরে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন।

পরবর্তীতে দেশ স্বাধীনের পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে ল্যান্স কর্পোরাল পদে দায়িত্ব পালন করেন এবং মেয়াদ শেষে তিনি অবসর গ্রহণ করেন।