সোমবার সাড়ে ১১টার দিকে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে ও প্রাণ-আরএফএল গ্রুপের সহায়তায় প্রতিবন্ধী, অসহায় ও কর্মহীন পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, চাঁদপুর পুলিশ লাইন মাঠে এসব খাদ্য সহায়তা অসহায়দের মাঝে বিতরণ করেন পুলিশ সুপার মিলন মাহমুদ। এ সময়ে তিনি অসহায় পরিবারগুলোর হাতে চাল, ডাল, তেল, বিস্কুট, নুডলস ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
তিনি জানান, ‘পাশে আছি বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপ সারা বাংলাদেশে বেশ কয়েক মাস ধরেই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় তিনি প্রাণ-আরএফএল গ্রুপের চাঁদপুরের একজন ডিরেক্টরের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় ওই ব্যক্তির কাছে চাঁদপুরে কিছু ত্রাণ সহায়তা দেয়ার জন্য সুপারিশ করেন। পরবর্তীতে তারই পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তি ৫০০ ব্যাগ ত্রাণ সহায়তার ব্যবস্থা করে দেন।
ত্রাণ বিতরণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, বিশেষ শাখার কর্মকর্তা মনিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম ও চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদসহ নানা গণ্যমান্য ব্যক্তিবর্গ।