চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের দুই কেজি ৫’শ গ্রাম হেরোইনসহ লালজান আলী (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে শিবগঞ্জ পৌরসভার ইসরাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর রেলবাগান মহল্লার মো. মিজারুল ইসলামের ছেলে। শনিবার রাত ১১টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল জানতে পারে শিবগঞ্জ পৌরসভার জালমাছমারীর ইসরাইল মোড় সংলগ্ন মেসার্স বাধন ট্রেডার্সের সামনে অবৈধ মাদকদ্রব্যসহ এক ব্যক্তি অবস্থান করছে।
খবর পেয়ে কোম্পানি কমান্ডার পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে র্যাবের একটি দল শনিবার রাত ৯টার দিকে এলাকায় অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার হেরোইনসহ তাকে গ্রেফতার করে।