চাঁপাইনবাবগঞ্জ শহরের তহাবাজারে বৃহস্পতিবার বিকালে ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম বলেন,”খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুনের ব্যাপকতা দেখে পাশের তিনটি উপজেলা ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট সেখানে উপস্থিত হয়।
ঘটনাস্থলে ছোট সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়।পাঁচটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ চলছে জানালেও পুড়ে যাওয়া দোকান সংখ্যা জানাতে পারেননি ফায়ার সার্ভিস।
এদিকে স্থানীয় দোকান মালিক ওবায়েদ আলী জানান, আনুমানিক ২৫টি দোকানের মালামাল পুড়ে গেছে। এছাড়াও, ওই মার্কেটে বিভিন্ন মালামালের দোকান ছিল।