রোহিঙ্গা ক্যাম্পের চিহ্নিত ছিনতাইকারী নবী হোসেনকে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ‘বি’ ব্লকের একটি সেলুন থেকে চাইনিজ ছুরিসহ আটক করা হয়েছে।
জানা যায়, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তাকে আটক করেন।
আটক নবী হোসেন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ‘বি’ ব্লকের ৩১নং সেডের ৫নং রুমের বাসিন্দা মৃত আব্দুস সালামের ছেলে।
এ বিষয়ে কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো নাইমুল হক বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ‘বি’ ব্লকের একটি সেলুনে নবী হোসেনসহ অজ্ঞাত ৪-৫ সন্ত্রাসী ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো ছুরি নিয়ে আড্ডা দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে সেখান থেকে মো. নবী হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার শরীর তল্লাশী করে তার কাছ থেকে চায়নিজ ছুরি পাওয়া যায়। বর্তমানে এ বিষয়ে উখিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।
Attachments area